আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির বিশেষ অভিযানে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার (২২ জুন) রাতে উখিয়ার পূর্ব তুলাতলি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় ওঁত পেতে থাকে। রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে মিয়ানমার থেকে তিন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা তিনজনই কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১, ব্লক-ডি-এর বাসিন্দা। তাদের পিতা আলি আহমেদ ও মাতা সামছুর নাহার।

আটকদের কাছ থেকে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”