সিবিএন ডেস্ক

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ জুন।

এর আগে এদিন সকালে মামলার অপর আসামি ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুনরায় জারি করা হয় এবং মামলায় তাদের হাজির করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের গণঅভ্যুত্থান দমনে চালানো দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে এই মামলাটি দায়ের করা হয়। এতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার নেতৃত্বে চলা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে চালানো অভিযানে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১২ মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়, যা গতকাল আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এই মামলার শুনানি ও বিচারকাজ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।