বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। শনাক্ত হয়েছে ভাইরাসটির একাধিক নতুন সাব-ভ্যারিয়েন্ট। এ অবস্থায় বাংলাদেশে করোনা বিস্তার রোধে ১১ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১১ জুন) দুপুরে দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এই নির্দেশনা দেন।

তিনি জানান, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
১. জনসমাগম এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার
২. শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে রক্ষায় নিয়মিত মাস্ক পরিধান
৩. হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলা
৫. নিয়মিত সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা
৭. আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা

সন্দেহভাজন রোগীদের জন্য করণীয়:
১. জ্বর-কাশি বা শ্বাসকষ্ট থাকলে বাড়িতে অবস্থান
২. রোগীকে মাস্ক পরতে উৎসাহিত করা
৩. সেবাদানকারীদের মাস্ক পরিধান
৪. প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ

ডা. আবু জাফর আরও জানান, করোনা সংক্রান্ত পরীক্ষাগার, চিকিৎসা, টিকা, আইসিইউ সুবিধা, ওষুধ ও সেবাদানকারীদের নিরাপত্তা সরঞ্জামসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

শিগগিরই সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।