সিবিএন ডেস্ক:
নগদ অর্থের ব্যবহার হ্রাস করে ডিজিটাল লেনদেনকে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কক্সবাজার সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী ডিজিটাল লেনদেনের কার্যপরিধি বৃদ্ধি করতে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানসমূহ জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাম্পেইন, সভা ও রোডশোর আয়োজন করছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য Bangla QR-সহ অন্যান্য ডিজিটাল লেনদেন বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশ-টু-ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা।
এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এসএসএল কমার্স-এর ব্যবস্থাপনায় কক্সবাজার সিটি কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) রাফেজা আক্তার কান্তা, এসএসএল কমার্স-এর প্রধান ই-কমার্স সার্ভিসেস সাগীর আহমেদ রবিন এবং ওয়ান ব্যাংক পিএলসি’র এসএভিপি ও শাখা ব্যবস্থাপক সৌরিন্দ্র নাথ পাল।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ। শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা সৃষ্টি হলে ভবিষ্যতে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।
বিশেষ অতিথি জুলফিকার আলী বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে মানসিকতার পরিবর্তন জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ পরিবর্তনের সূচনা হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাফেজা আক্তার কান্তা বলেন, Bangla QR ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী। প্রান্তিক জনগোষ্ঠীকে এসব সুবিধার আওতায় আনাই বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য।
এসএসএল কমার্স-এর সাগীর আহমেদ রবিন বলেন, ডিজিটাল লেনদেন প্রসারে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট একে অপরের পরিপূরক।

ওয়ান ব্যাংক পিএলসি’র সৌরিন্দ্র নাথ পাল বলেন, ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকবান্ধব আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ক্যাশলেস বাংলাদেশ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি দীর্ঘমেয়াদি রূপান্তর প্রক্রিয়া। সকলের সম্মিলিত অংশগ্রহণেই ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম সফলভাবে বাস্তবায়ন করা যাবে।
সকাল ১১টায় কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট সাদিয়া ওসমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও এসএসএল কমার্স-এর কর্মকর্তাবৃন্দসহ কক্সবাজার সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো. ফয়সাল। সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিল কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
