নুরুল করিম ,মহেশখালী :
কক্সবাজার জেলার মহেশখালীতে বালির ডাম্পারের চাপায় হিকমা মনি (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৫ ই ডিসেম্বর (সোমবার) সকাল ৮টর দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণনলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর হিকমা মনি মাওলানা হেলাল উদ্দিন মেয়ে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু হিকমা মণি সকালে বাড়ির উঠোনে খেলা করার সময় বাড়ির পাশের মহল্লার রাস্তায় যায়। প্রতিবেশী মাওলানা নুরুল ইসলামের বাড়ীতে আসা দ্রুতগতির বেপরোয়া ডাম্পার হিকমা মণিকে পিষ্ট করে চলে যায়। রাস্তায় পড়ে থাকা মগজ থেঁতলানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে শিশু হিকমা মণির মৃত্যু হয় বলে জানায় তার পরিবার। আদরের ফুটফুটে কন্যা সন্তানকে হারিয়ে পিতার আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। ঘটনার পরপরই সরওয়ারের মালিকানা ডাম্পার গাড়ীর চালক মাহমুদুল হক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে. উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা থেকে মাটি কাটার সাথে জড়িত তিনটি ডাম্পার আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই জড়িত ডাম্পার ও চালক পালিয়ে যায়। আটক ডাম্পারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ডাম্পার চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার পরবর্তী মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।