নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে পর্যটন শহর কক্সবাজারের ঐতিহ্যবাহী বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি। বুধবার (৫ জুন) রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি জয়নাল আবেদীন সওদাগরের সভাপতিত্বে সভায় তিনি সমাজ উন্নয়নে সকলে অংশগ্রহণের আহ্বান জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুল জব্বার জাহাঙ্গীর। সভা পরিচালনা করেন নির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক ডালিম।
সভায় আরও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিক, সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কাদের নবাব, আবদুর রহিম, সৈয়দুর রহমান, মাহবুবুর রহমান, মহিউদ্দিন, মুছা কলিম উল্লাহ, আবদুল্লাহ আল মামুন রিয়াদ প্রমুখ।
এছাড়া সভায় করিম উল্লাহকে সমাজ কমিটির নতুন অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মো. আবদুল আজিজ রাসেল ও আবদুর রহমান সোহেল।
সভার শুরুতে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।
পরে ঈদুল আজহা উপলক্ষে সমাজিক কর্মকাণ্ড এবং সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সমাজের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।