রামু সংবাদদাতা ;
কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী এক উদ্যোগে ২৫টি মাদ্রাসার ৫৮৮ জন ছাত্রের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে বুধবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কোরআন শরীফ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিদের উপস্থিতিতে কোরআন শরীফ হস্তান্তর করা হয়। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম ও দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইউএনও রাশেদুল ইসলাম বলেন, “রামু উপজেলার প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে কওমি মাদ্রাসা, এতিমখানা ও হিফজখানা। এসব প্রতিষ্ঠানে পড়ুয়া শিশুদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। পর্যাপ্ত পুষ্টি, থাকার জায়গার স্বল্পতা এবং ব্যবহার উপযোগী কোরআন শরীফের অভাব প্রকট। অনেক ক্ষেত্রে ছাত্ররা জীর্ণ মলাটহীন কোরআন শরীফে পড়াশোনা করে।”
তিনি আরও বলেন, “এবার ঈদের উপহার হিসেবে ব্যতিক্রমীভাবে ৫৮৮ জন ছাত্রকে নতুন কোরআন শরীফ দেওয়া হয়েছে। আশা করি, হাফেজ হতে যাওয়া এই শিশুদের মাধ্যমে এই উপহার কোরআনের আলো ছড়িয়ে দেবে সারাজীবন।”
রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ বলেন, “এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছে, তেমনি ঈদের আনন্দেও পেয়েছে বাড়তি মাত্রা। কোরআন শরীফ বিতরণ একটি সমাজ গঠনে আলোকিত প্রয়াস। এমন উদ্যোগ রামু ছাড়াও সারাদেশে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।”