সিবিএন ডেস্ক ;
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে ১০ দিনের জন্য ‘অপস অ্যালার্ট’ জারি করেছে। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট কার্যকর থাকবে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা আরোপ করা হয়েছে। মোট ৪,৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাঞ্চল কমান্ডের এডিজি এবং স্পেশাল ডিজি রবি গান্ধীর পক্ষ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে: সীমান্তে নিয়মিত মহড়া চালাতে হবে, রাতে অতিরিক্ত সেনা মোতায়েন করে নজরদারি জোরদার করতে হবে, প্রতিটি বর্ডার আউটপোস্টকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্ছিদ্র রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদার করার জন্য এই অ্যালার্টকে ‘অপস অ্যালার্ট’ নামে চিহ্নিত করা হয়েছে। এতে সীমান্তের প্রতিটি স্থান কঠোর নজরদারির আওতায় আনা হবে।
