সরওয়ার কামাল, মহেশখালী;
মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদের নির্দেশনায় এসআই মহসীন চৌধুরী (পিপিএম), এসআই আল আমিন, এসআই ফরাজুল ইসলাম, এএসআই এজাহার মিয়া, এএসআই সৈয়দ মো. নাসির উদ্দিন, ও এএসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
জাকির হোসেন, পিতা: আব্দু শুক্কর, গ্রাম: কুতুবজোম ঘটিভাঙ্গা। পুতুইয়া, পিতা: রাহমত আলী, গ্রাম: কালারমারছড়া দক্ষিণ ঝাপুয়া।মোস্তাক আহমেদ, পিতা: জালাল আহমেদ, গ্রাম: কুতুবজোম ঘটিভাঙ্গা।আবদু সবুর, পিতা: মোজাহের মিয়া, মহেশখালী পৌরসভা ঘোনাপাড়া।আবু তৈয়ব, পিতা: মো. ঈসমাইল, গ্রাম: মাতারবাড়ী ফুলজান মুরা।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ বলেন, “সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।