মো. আরাফাত সানি, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আঁধারী পাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমের ছেলে আব্দুল মালেক (১৫) আঁধারী পাড়ার শাহ আলমের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পুকুরে তলিয়ে গেলে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর কিশোর আব্দুল মালেককে গুরুতর অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় অবগত করেননি। তবে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।