সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) গভীর রাতে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল পাড়ায় পুলিশ অভিযান চালায়। অভিযানে থ্রি-জি রাইফেল, একটি দুইনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইসার হামিদ। তার সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আসাদুর রহমান, এসআই আল আমিন, এসআই মহসীন এবং সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত সাজেদ বড় মহেশখালীর শুক্কুর আলীর ছেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাজেদকে অস্ত্রসহ আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা রুজু হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।