নুরুল আমিন হেলালী, কক্সবাজার:

সাংবাদিকতা কখনও চুপ থাকতে পারেনা। সাংবাদিকরা কোন দল,গোষ্ঠী,ফ্যাসিবাদী কিংবা বিদেশী রাষ্ট্রের কাছে লেজুড়বৃত্তি করতে পারেনা।ফ্যাসিবাদমুক্ত সমাজে সাংবাদিকদের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারবে। যেকোন দুঃসময়ে একমাত্র ঐক্যের মাধ্যমে বিজয় অর্জন করা সম্ভব। সাংবাদিকদের ভিতরে অনৈক্য থাকলে দেশে ন্যায় প্রতিষ্টা সম্ভব নয়। আমাদের উচিৎ ঐক্যবদ্ধতার মাধ্যমে গণতন্ত্র ফিরে আনা।
দীর্ঘদিন সাংবাদিকরা ফ্যাসিবাদের জাঁতাকলে নিষ্পেষিত হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি আরও বলেছেন‘সত্যিকার সাংবাদিকের কোনো বন্ধু নেই। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে শীর উঁচু করে দাঁড়াতে হবে। সাংবাদিকরা দলদাশে পরিণত হওয়ার সুবাদে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। তাই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো শক্তি অর্জন করতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালী’র কোরআন তেলাওয়াত ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ’র সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন।

তিনি বলেন,বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১২ বার পেছানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এর বিচার হবে বলে তিনি আশা করেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুনগুলো বাতিলের উদ্যোগ নেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম,সিনিয়র সদস্য আমিনুল হক চৌধুরী,আতাহার ইকবাল,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ,চট্রগ্রাম শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক,পান্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি প্রমুখ।
মতামত পেশ করেন সহসভাপতি এম আর মাহবুব,সাবেক সাধারণ সম্পাদক আনচার হোসেন,হাসানুর রশিদ,বিগত কমিটির যৌথ সাধারণ সম্পাদক এসএমজাফর,সিনিয়র সদস্য রুহুল কাদের বাবুল,নুরুল ইসলাম হেলালী,সংবাদপত্র এজেন্ট কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হাসেম,এড.আবু ছিদ্দিক ওসমানী। অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার ও অর্থ সম্পাদক ছৈয়দ আলম বিগত সময়ের কার্যবিবরণী ও আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন।
এসময় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য ছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন