শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় আলোচিত স্ত্রী-মেয়েকে হত্যার ঘটনায় স্বামী নুরুল আবছার নুরুসহ (৪৫) আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন: একই এলাকার আমির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২) ও পূর্ব তবলার চর এলাকার আবদুর জব্বারের ছেলে সাকিব হাসান রানা (১৫)।
নিহতের বাড়ির ৪ টি মোবাইল ফোন পাওয়া গেছে অপর দুজনের কাছে। গতকাল ২৭ অক্টোবর স্বামীসহ ৩ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। সেখানে সাকিব হাসান রানা (১৫) এর বয়স কম হওয়ায় প্রধান আসামী নুরুল আবছার নুরু এবং মোশারফ হোসেন (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
সেই-সাথে স্বামী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের পরিহিত রক্তাক্ত পাঞ্জাবি এবং লুঙ্গি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
এ ঘটনায় গত শনিবার নিহতের রুনা আক্তারে বড় ভাই হাফেজ সিরাজ দৌল্লাহ বাদী হয়ে কুতুবদিয়া থানায় হত্যা মামলা করেছেন। যেখানে রুনা আক্তারের স্বামী নুরুল আবছার নুরুকে আসামি করে অজ্ঞাত রাখা হয়েছে ৪-৫ জনকে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছে নুরুল আবছার নুরুর সঙ্গে অন্য নারীর পরকীয়া সম্পর্ক থাকার জের ধরে এ হত্যা সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাদি সিকদার পাড়ায় (শান্তি বাজার) জুমার নামাজের সময় নিজ বাসভবন ” মুনতাছির ম্যানশনে” মা-মেয়েকে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত রুনা আক্তার ওই এলাকার ব্যবসায়ী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের স্ত্রী।
