সংবাদ বিজ্ঞপ্তি:
ক্ষমতার পালাবদলের মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৬৭ জন আইন কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

সোমবার ওই কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “আমাদের কার্যালয়ে ২১৫ জন আইন কর্মকর্তা রয়েছেন। অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৬৭ জন পদত্যাগ করেছেন।”

তবে পদত্যাগ চলমান থাকায় এই সংখ্যা স্থির থাকছে না বলে ওই কর্মকর্তা জানান।

প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলছে।

গত বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন।

এরপর বৃহস্পতিবার দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর এবং মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।