বার্তা পরিবেশক:
বিপুল মানুষের বিশাল বহর নিয়ে চকরিয়ায় অনুষ্ঠিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জনসভায় যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহেশখালী-কুতুবদিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী ওসমান গণি। বহরে মহেশখালী ও কুতুবদিয়ার অন্তত ৫ হাজার নেতাকর্মী অংশ নেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় চকরিয়া শহীদ আবদুল হামিদ বাসটার্মিনালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে। জনসভায় যোগ দিতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহেশখালী-কুতুবদিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী ওসমান গণি ব্যাপক প্রস্তুতি নেন। এরই অংশ হিসেবে ওসমানের অনুসারি মহেশখালী ও কুতুবদিয়ার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমবেত হয়। মহেশখালী উপজেলার নেতাকর্মীরা প্রথমে মিছিল সহকারে চালিয়াতলীতে অবস্থান করে। সেখান থেকে শতাধিক গাড়িতে করে সবাই চকরিয়ার বাটাখালী ব্রীজে অবস্থান নেয়। অন্যদিকে কুতুবদিয়ার নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেয়। পরে সবাই সেখান থেকে পায়ে হেঁটে মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দেন। এসময় ওসমান গণির সাথে ছিলেন বড়মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শরীফ বাদশা, কালারমারছড়া ইউপির চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শরীফসহ আরো অনেক নেতা। চকরিয়ার জনসভা শেষে ঈদগাঁও ও রামুর চৌমুহনীর জনসভায় যোগদান করেন ওসমান গণি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।