এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলায় ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছন খন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত।
তিনি বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে স্বীয় পদে যোগদান করেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার নবাগত সহকারী কমিশনার(ভুমি)কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
খন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত সদ্য বিদায়ী সহকারী কমিশনার(ভূমি) মো.দিদারুল আলমের স্থলে যোগদান করেন। নতুন যোগদান করা সহকারী কমিশনার(ভূমি)কর্মকর্তা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলী হয়ে চকরিয়ায় যোগদান করেছেন বলে জানা গেছে।ইতিপূর্বে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ও অত্যান্ত নিষ্টা, সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছিল বলে সুত্রে জানাগেছে।
এদিকে নবাগত সহকারী কমিশনার(ভূমি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত হন।
চকরিয়ায় এসিল্যান্ড খন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।