সংবাদ বিজ্ঞাপ্তি:
৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন এমপিও শিক্ষকদের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাচিপ কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাজাহান আলম সাজু।
বক্তব্য রাখেন অধ্যাপক এস.এম. একরামুল হক, অধ্যক্ষ মোঃ শামসুল আলম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, উপাধ্যক্ষ আ,ন, ম সাইফুদ্দিন শাহীন, আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ ক্য থিং অং, মাও: সালাহ উদ্দিন তারেক, মাজহারুল ইসলাম, মাষ্টার মুজিবুর রহমান, ড. নুরুল আবসার, উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শিক্ষক সমাজকে স্বাশিপ এর পতাকাতলে ঐক্যবদ্দ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, একমাত্র শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।