মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে ধোপারদিঘী পাড় এলাকায় একটি পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে হলে মোহাম্মদ মনসুর(৩৬) নামে একজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার(৭ সেপ্টম্বর) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, স্ব-পরিবার ঈদের ছুটি শেষ করে নিজ গ্রামের বাড়ি থেকে বাসায় চলে যাওয়ার পথে তাদের সিএনজি অটো-রিকসা একটি পিক-আপ মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত অবস্থায় মনসুরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা দিকে তার মূত্যু হয়। সে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়া মৃত ফজন মিয়ার পুত্র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।