বিশেষ প্রতিনিধি:
মাত্র একটি রাস্তার অভাবে কক্সবাজারের রামুর চাকমারকুল নতুন চরপাড়াসহ আশপাশের অন্তত ১০ হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। একটু বৃষ্টি হলেই মানুষের কষ্টের সীমা থাকেনা। চলাচলের সড়কে পানি ওঠে বন্ধ হয়ে যায় হাঁটাচলা। দূর্ভোগে পড়তে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। অতিমাত্রায় পানি বৃদ্ধির কারণে নৌকা নিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে।
স্থানীয়রা জানায়, বহু বছর আগে মরহুম রুহুল আমিনের প্রচেষ্টায় নতুন চরপাড়া রাস্তাটি করা হয়েছিল। তিনি মরে গেছেন, রাস্তাও ভেঙে গেছে। এখন দেখার মতো কেউ নেই। জনপ্রতিনিধিরাও খোঁজ নিচ্ছেনা। সামান্য বৃষ্টি হলে আতঙ্কিত হয়ে যায় এলাকাবাসী। তাছাড়া চরপাড়ায় কবরস্থান না থাকায় লাশ দাফন নিয়েও সমস্যায় পড়ে যায় এলাকাবাসী।
সমাজসেবক আবুল কালাম জানান, চলাচলের রাস্তার অভাবে এলাকার অন্তত ১০০ পরিবার খুবই কষ্টে রয়েছে। জনদূর্ভোগ কমাতে স্থানীয় বেলাল আহমদের বাড়ী থেকে সিকদারপাড়া বেড়িবাঁধের মাথা পর্যন্ত রাস্তা নির্মাণ খুবই জরুরী। এ জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।