উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাবর্তী অ্যাম্বুলেন্সসহ ২ পাচারকারীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ মুছুনি ক্যাম্পের আর টিএম ইন্টারন্যাশনাল অ্যাম্বুলেন্স ইয়াবার চালান নিয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া থানা রোড়ের সামনে পৌছলে উখিয়া থানা পুলিশের সেকেন্ড অফিসার খাজা মাঈন উদ্দিনের নেতৃত্বে এ এস আই নাজমুল ও সোহেল বেপারী গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ছ- ৭১-২৪৯২ নাম্বারের অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে রোগীর সিটের পাশের বক্স থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার মুছুনি নয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসনের ছেলে বাদশাহ মিয়া (৩৫) ও চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মধ্যম মাদ্রাসা গ্রামের হাজী কালু মিয়ার ছেলে মাহমুদুল হক রানা (৩২) কে আটক করে। এব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের ইয়াবাসহ আসামী আটকের সত্যতা স্বীকার করেন।
উখিয়ায় ইয়াবা নিয়ে এনজিও’র অ্যাম্বুলেন্সসহ অাটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।