সংবাদদাতা:
অনলাইন গনমাধ্যম পত্রিকা ‘জনতার গাইড ডটকমের’ প্রধান সম্পাদক ও রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিমের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে । আজ শনিবার সকাল ৯ টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পানের ছড়া এলাকায় একটি জমির দায়- ভাগ শালিস বৈঠকের গেলে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রীরা অর্তকিত ভাবে তার উপর হামলা চলায় । তার মধ্যে সাংবাদিক নুরুল ইসলাম সেলিম গুরুত্ব আহত হয়েছে বলে জানা গেছে । হামলার ব্যাপারটি রামু থানায় জনানো হলে রামু থানার একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে যান । আহত অবস্থায় সাংবাদিক নুরুল ইসলাম সেলিম কে উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য রামু হাসপাতালে ভার্তি করা হয় । রামু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন । ঘটনাটি ঘটেছে দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া এলাকায় । এই ঘনাকে কেন্দ্র করে কক্সবাজার ও রামু উপজেলা পেশাদার সাংবাদিক মহলের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছে । তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে পরিবার সূত্রে জানতে পারি । অনলাইন প্রত্রিকা জনতার গাইড ডটকমের প্রধান সম্পাদক নুরুল ইসলাম সেলিমের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহবান করেন জনতার গাইডের সম্পাদক এম. সরওয়ার কামাল খন্দকার , ব্যবস্থাপনা সম্পাদক মো রমজান আলী , নিবার্হী সম্পাদক আল- রাফি , সাংবাদিক ওমর ফারুক বুলবুল , সাংবাদিক হাফেজ জিয়া উদ্দিনসহ প্রমূখ ।