সাহেদ মিজান , সিবিএন :
কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে রিদুয়ান আলম সাব্বির (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হিমছড়ির রংধনু ঝর্ণায় গোসল করার সময় এঘটনা ঘটে। এসময় আরও দুইজন আহত হয়েছে।
নিহত রিদুয়ান ঢাকার উত্তরার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, শনিবার বিকেলে হিমছড়ির রংধনু ঝর্ণায় গোসল করার সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির। এঘটনায় তার আরও দুই সহপাঠি আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।