নিজস্ব প্রতিবেদক:

“মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি” শীর্ষক আলোচনা সভা কক্সবাজারে সম্পন্ন হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৭’র তৃতীয় দিনে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তর উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যপী উক্ত আলোচনা সভায় জেলে-মৎস্যজীবি, ফিশিং বোট মালিক-শ্রমিক, হ্যাচারী মালিক, চিংড়ি খামারী-উদ্যোক্তা ও বরফ কল মালিকসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত জনগন অংশগ্রহন করেন। মৎস্য সেক্টরের সার্বিক উন্নয়নকল্পে বর্তমান সরকারের গৃহীত মা-ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষন কার্যক্রম, বিল নার্সারী স্হাপন, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারন, বেস্ট প্রজেক্ট, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প, জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প, প্রদর্শনী খামার স্হাপন, মাঠ দিবস পালন, কাঁকড়া ও কুঁচিয়া চাষ প্রকল্প ও সাগরে নিহত জেলে পরিবারগুলোকে নগদ সহায়তা প্রদানসহ সরকারী আরো বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবদুল আলীম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ। অনুষ্ঠানের ২য় পর্বে উম্মুক্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন সবাই।
মৎস্য কর্মকর্তারা জানান, চলমান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে উপরোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।