জহির খন্দকার :

রামু উপজেলার ঈদগড়ে বন্যায় ৪ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার মানুষ। ঈদগাঁও-ঈদগড় সড়কের কয়েটি অংশ বন্যার পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
অতি বৃস্টির কারনে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে অাজ বিকাল সাড়ে ৪ টায় ঈদগড় ইউনিয়নের চরপাড়া রেনুরকুল টুঠারবিল ও ক্যাম্পরচর গ্রাম প্লাবিত হয়।ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া অংশটি সম্পূর্ণ বিলীন হয়ে খালে পরিণত হয়ে গেছে। নদীর পাশ্বে থাকা ২ টি বিদ্যুৎ খুটি ভেঙ্গে যাওয়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চরপাড়া গ্রামের লোকজনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে ৩ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম জানিয়েছে।
পানি নেমে যেতে শুরু করলেও রাতে ঘুমানো সম্ভব হবে না বলে জানান চরপাড়া গ্রামের বাসিন্দা মো: অামান উল্লাাহ। তিনি চরপাড়ায় একটি সাইক্লোন সেন্টার স্থাপনের জোর দাবী জানান।