আব্দুল মালেক সিকদার, রামু
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস সিটি পার্কের পশ্চিম পার্শ্বের রামু-কক্সবাজার মহাসড়কে ব্রীজের মুখ বন্ধ করে পাকা দোকান ঘর নির্মাণ করে পানি নিস্কাশনের পদ বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে। এতেকরে বর্ষায় ওই এলাকার অন্তত ৫ হাজার মানুষের দূর্ভোগের আশংকা করছে স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, বাইপাস সংলগ্ন সিটি পার্কের পাশে ব্রীজটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু তেচ্ছিপুল সিকদার পাড়া এলাকার ভূমিদস্যু আবদুল হাকিমের পুত্র নুরুল আমিন তার জামাতা আবদুল হাকিম প্রভাশালী চক্রের ইন্দনে ব্রীজের মুখে পাকা দোকান ঘর নির্মাণ করে যাচ্ছে। কিন্তু প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিচ্ছেনা কোন পদক্ষেপ। দোকান ঘরটি নির্মাণ করা হলে বর্তমান বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ও বন্যার পানিতে পানিবন্দি হয়ে পড়বে অফিসেরচর, লম্বরী পাড়া, মন্ডল পাড়া, সিপাহী পাড়া, তেচ্ছিপুল, সিকদার পাড়া, হাজারীকুল, পশ্চিম মেরংলোয়া, সাতঘরিয়া পাড়া, বণিক পাড়া, মোহাম্মদপুরা, চাকমারকুল ইউনিয়নের ৫ হাজারেরও বেশি পরিবার, তলিয়ে যাবে ঘর-বাড়ি। এলাকাবাসী বাঁধা প্রদান করলে তাহা মানছে না ভূমিদস্যুরা। এব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগ, রামু উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) রামু কে গত ১৫ জুন লিখিত অভিযোগ দিয়েছেন আমানুল্লাহ, শাহ আলম, সোহেল রানা, ফরিদুল আলম, শাহজাহান, অলি আহমদ, কামাল হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নবী হোসেন। এব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নিকারুজ্জামান জানান, সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সচেতন ও সুশীল সমাজের লোকজন জানান, দোকান ঘরটি নির্মাণ বন্ধ করা না হলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম জানান, সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।