বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনা) খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে তাকে বাড়িটি ছাড়তেই হবে। সব আইনি প্রক্রিয়ায় হেরে যাওয়ার পরও বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘এই বাড়িটির সঙ্গে আমার জীবন জড়িত। আমার সন্তানরা এখানে বড় হয়েছে। তাই এ বাড়িটি আমি ছাড়ছি না।’

সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও কেন বাড়িটি ছাড়বেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলে থাকার কারণে সরকার আমাকে এই বাড়ি ছাড়া করার প্রক্রিয়া হাতে নিয়েছে। আদালত বাড়ি ছাড়ার অর্ডার দিলে তখন আমি আইনি প্রক্রিয়া গ্রহণ করবো। আইনের তো অনেক দিক আছে।’

মওদুদের বাড়ি

রবিবার এ সংক্রান্ত রিভিউ আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজের নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। এরপর রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বাড়ি না ছাড়ার বিষয় নিজের মন্তব্য দেন।

এর আগে আদালতে রিভিউ আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজের পক্ষে নিজেই শুনানি করেন। শুনানিতে আরও অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়াও দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।