মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন চৌধুরী আচ্চু (৫৮) আর নেই। রোববার ২৬ মে সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে তিনি চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট ক্রিস্টিয়ান ম্যামোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন চৌধুরী আচ্চু কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া পল্লবী লেইনস্থ মরহুম মোঃ লোকমান চৌধুরীর পুত্র। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বাচ্চু’র ভাই। অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন চৌধুরী আচ্চু ২০০০ সালের ৯ মে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

মৃত্যুকালে অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন চৌধুরী আচ্চু স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

সোমবার ২৭ মে কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুম অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন চৌধুরী আচ্চু’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।