সংবাদ বিজ্ঞপ্তি
হজ প্রশিক্ষণ কর্মশালা ও পবিত্র রমজান মাসে ফ্রি তা‘লীমুল কুরআন কোর্স উদ্বোধন উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ২ রমজান (সোমবার) বিকালে শহরের এক আবাসিক হোটেলের কনফারেন্স হলে কর্মশালার আয়োজন করা হয়। কক্সবাজার হজ কাফেলা ও তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রশিক্ষণার্থী ও হজযাত্রী অংশ গ্রহণ করে। এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাওলানা ফরিদ উদ্দিন ফারুক এবং তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান প্রশিক্ষক মাওলানা রফিক বিন ছিদ্দিক। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হজের বিভিন্ন নিয়ম কানুন প্রশিক্ষন দেন কক্সবাজার হজ কাফেলার চেয়ারম্যান হাফেজ মাওলানা তোফাইল উদ্দীন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী মমতাজ আহমদ পিপি, এডভোকেট নুরুল ইসলাম পিপি, এডভোকেট মো. ফেরদৌস, ঢাকা মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর স্টেশন ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবক শামসুল আলম বাহাদুর, এডভোকেট নেজামুল হক, এডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, ব্যাংকার এসএম জাকারিয়া, মাওলানা ফরহান উল্লাহ, সমাজসেবক নুরুল বশর চৌধুরী, ওবাইদুর রহমান চৌধুরী, তানযীমুল উম্মাহর প্রধান পরীক্ষক মাওলানা আলী আজগর, মাওলানা কাজী মনজুর, ব্যবসায়ী দেলোয়ার হোসাইন প্রমুখ।
মাস্টার শওকত আলম চৌধুরী ফাউন্ডেশন ও মাস্টার শওকত বাহার চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালা পরিচালনা করেন কক্সবাজার হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল উদ্দীন চৌধুরী।
উল্লেখ্য, ২০১৭ সালে কক্সবাজার হজ্ব কাফেলার মাধ্যমে প্রায় ২০০ ব্যক্তি হজে গমন করছেন। তাদের জন্যই মূলতঃ কর্মশালার আয়োজন করা হয়।