দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস্ টোয়েন্টিফোর ডটকমের ৫ম বর্ষপূতি রবিবার। বর্ষপূতি উপলক্ষে কক্সবাজারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪ টায় দৈনিক ইনানী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য ঢাকা টাইমস্ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশ অনুপম অনুরোধ জানিয়েছেন।
ঢাকা টাইমস্ টোয়েন্টিফোর ডটকমের ৫ম বর্ষপূতি রোববার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
