শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রামু রশিদ নগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা সলিম উল্লাহ বি.এ বিএড (৮০) আর নেই (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী রেখে যান। মরহুমের পুত্র তাহমিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। সর্বশেষ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটের সময় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এদিকে গুণী ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয়, মানুষগড়ার কারিগর খ্যাত সলিম উল্লাহ স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীসহ ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন – ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবু হেনা সাগর, সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সহ-সভাপতি- এম. শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সদস্য মিজবাহ উদ্দীন, এম. ছরওয়ার সিফা, মফিজুল ইসলাম মফি, নিজাম উদ্দীন, রফিকুল ইসলাম লিটন, বজলুর রহমান। উল্লেখ্য, মরহুম মাস্টার সলিম উল্লাহ দীর্ঘ ৩৩ বছর সদরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। চাকরী জীবন থেকে অবসর নিয়ে ঈদগাহ ইন্টারন্যাশনাল রেডিডেন্সিাল স্কুলে খন্ডকালীন প্রধান শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মাস্টার সলিম উল্লাহ বিএ বিএড ছিলেন রামু রশিদ নগরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন নুরুল হক চৌধুরী একজন সামাজিক ব্যক্তিত্ব। ইতিপূর্বে মরহুম মাস্টার সলিম উল্লাহর বড় পুত্র কাজী তৌহিদ উল্লাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মরহুমের নামাজে জানাযার সময় নির্ধারণের প্রক্রিয়া চলছে।