সিবিএন ডেস্ক
নির্বাচনের আগে আনসার বাহিনীর অস্ত্রসংকট ও পুরোনো সরঞ্জাম হালনাগাদ করতে ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, আনসারদের বর্তমান অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের জন্য নতুন শটগান কেনা জরুরি হয়ে উঠেছে।
আরও পড়ুন
৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা
লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটায় অভিযানে বাধা: এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না। বরং কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই এসব ক্যামেরা দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে এক কোটি ই-পাসপোর্টের বই কেনার বরাদ্দও অনুমোদন পেয়েছে। টিকার সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে। সরকারের লক্ষ্য, আগাম উদ্যোগ গ্রহণ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা।
