সিবিএন ডেস্ক
চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা সংগ্রহ করে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।
দিলীপ কুমার একাধিকবার আ.লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ছিল। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম অর্থ জোগানদাতা হিসাবে পরিচিত দিলীপ অনেকটা গোপনে কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। এর আগে জুলাই এ ছাত্রজনতার ওপর হত্যাসহ একাধিক মামলায় তাকে জামিন দেয় আদালত। এর পরপরই দ্রুত তার জামিননামা কারাগারে পৌঁছায়। একপর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন
লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটায় অভিযানে বাধা: এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
২৭ সেপ্টেম্বর জামিন পায় দিলীপ। এর তিন দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় সে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যায়। অজ্ঞাত কারণে এ সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি। এছাড়া কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিল নীরব। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছে দিলীপ। বর্তমানে তার কোনো হদিস মিলছে না। সে সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছে এমন গুঞ্জনও রয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS এর সাথে।
