মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:০০ , আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:০১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

সিবিএন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত পত্রে বহিষ্কারাদেশ জারি করা হয়।

আরও পড়ুন

রায় শুনে অশ্রুসিক্ত আবু সাঈদের বাবা-মা, দ্রুত কার্যকরের দাবি

নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির মাদক পাচারে সহযোগী মিয়ানমার নাগরিক আটক

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে দলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে আকমল হোসেন বিএনপির মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। ঘটনাটি ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা বিএনপির নজরে আসে। পরে তাকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

তবে তার জবাব ‘অসন্তোষজনক’ হওয়ায় তাকে দলীয় শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের অভিযোগে সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় পর্যায়ের সব প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। পত্রে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ জারি হওয়ার সাথে সাথে তা কার্যকর হবে।


বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, “বিএনপির মহাসচিব একজন সম্মানিত জাতীয় নেতা। তার নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন আকমল। এজন্য নোটিশ দেওয়া হয়েছিল। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ১৬ নভেম্বর বিকেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত আসলাম গ্রুপের অনুসারীরা। এ সময় আকমল হোসেনের দেওয়া কুরুচিপূর্ণ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

কক্সবাজারের আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS এর সাথে।