সিবিএন ডেস্ক
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা পরিবর্তন করে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশন থেকে এ ধরনের প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জন্মান্ধ এক ব্যক্তিকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, “প্রধান উপদেষ্টা ও তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করেছে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে, তা কেউই আশা করেনি।”
তিনি আরও বলেন, “জুলাই সনদে মোট ৪৮টি ধারা রয়েছে। এটিকে আইনি রূপ দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ প্রক্রিয়ায় জনগণের অধিকারকে সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
রিজভী অভিযোগ করেন, “সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা দেখা যাচ্ছে না।”
