সিবিএন ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় ইসি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু থেকেই তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ দাবি করে আসছিল। দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত থাকলেও প্রতীক ইস্যুতে জটিলতার কারণে তা আটকে ছিল।
ইসির ব্যাখ্যায় বলা হয়, কমিশনের গেজেটভুক্ত ৫০টি প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ না থাকায় প্রতীকটি দেওয়া সম্ভব ছিল না। বরং কমিশন এনসিপিকে গেজেটভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে চিঠি পাঠিয়েছিল।
তবে এনসিপি একাধিকবার বৈঠক ও চিঠি চালাচালির মাধ্যমে স্পষ্ট জানায়— তারা ‘শাপলা কলি’ ছাড়া অন্য কোনও প্রতীক নেবে না। প্রয়োজনে আন্দোলনে নামারও হুমকি দেয় দলটি।
অবশেষে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ‘শাপলা কলি’কে নতুন প্রতীক হিসেবে যুক্ত করে কমিশন।
এ বিষয়ে এখনো এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
