সিবিএন ডেস্ক

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার দাবিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এতে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, “বিভাগ ঘোষণার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা কুমিল্লার রয়েছে, তবু বারবার রাজনৈতিক টালবাহানায় বিষয়টি আটকে যাচ্ছে।” তারা বলেন, “যখনই কুমিল্লাকে বিভাগ ঘোষণার সময় আসে, তখনই কোনো না কোনো ষড়যন্ত্র বা গোপন কলকাঠি নেড়ে তা পিছিয়ে দেওয়া হয়।”

বক্তারা দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে প্রশাসনিক কার্যক্রম শুরু করার আহ্বান জানান।

SEO কীওয়ার্ড: কুমিল্লা বিভাগ দাবি, কুমিল্লা বিভাগ বিক্ষোভ, কুমিল্লা পূবালী চত্ত্বর, বিভাগ ঘোষণা আন্দোলন, কুমিল্লা বিভাগ সংবাদ, কুমিল্লা রাজনীতি