সিবিএন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ১০ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে তাকে—দলীয় সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও জাপান থেকে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি আনা হবে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এই মিনিবাসেই খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন বলে দলীয় শীর্ষ সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার সশরীরে প্রচারণার প্রস্তুতি নেওয়া হচ্ছে; তবে শারীরিক অসুবিধার কারণে তা সম্ভব না হলে প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল প্রচারণায় অংশ নিতে পারেন।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান। তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে।”
২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার পর এবারই প্রথম তাকে পূর্ণমাত্রায় প্রচারণায় দেখা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ।
অন্যদিকে, বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন—
“আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার অবদান রেখেছেন। স্বৈরাচারের সময় তার ওপর নিপীড়ন নেমে এসেছিল, কিন্তু তিনি কখনও আপস করেননি। আজ তিনি অসুস্থ—কিন্তু তার অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবিস্মরণীয়।”
তিনি আরও বলেন, “যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই নির্বাচনে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”
আর নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে।”
সূত্র: দৈনিক ইত্তেফাক
