মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর সহধর্মিণী সাজেদা খানম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের বদরমোকাম জামে মসজিদ মাঠে মরহুমা সাজেদা খানমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বদরমকাম জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় মরহুমার একমাত্র পুত্র আবদুল মাবুদ চৌধুরী, মসজিদ কমিটির কর্মকর্তা আবু আদনান সাউদ বক্তব্য রাখেন। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে বদর মোকাম জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সাজেদা খানমকে স্বামী আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
কক্সবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব একরামুল হুদা চৌধুরীর সহধর্মিণী সাজেদা খানম (৭০) মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮ টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের বদরমোকামস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সাজেদা খানম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মৃত্যুকালে এক পুত্র ও ২ কণ্যা সন্তান রেখে যান। একমাত্র পুত্র আবদুল মাবুদ চৌধুরী কক্সবাজার সিটি কলেজ এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও জেলার সেরা করদাতা। সাজেদা খানম কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মরহুম মুবিনুল হকের জ্যেষ্ঠ কণ্যা।
