সংবাদদাতা:
চট্টগ্রামের চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রাকিবুল ইসলাম ও জিহাদ নামক ঈদগাঁওর দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়।
তাদেরকে উদ্ধার করে সাউন্ড হেল্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে বান্দরবান সাজেক ভ্যালীতে ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল।
উল্লেখ্য, নিহত দুই জনই ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কানিয়া ছড়া গ্রামের মরহুম কবির আহমদ মুন্সির নাতি।
একজন ছেলের ঘরের নাতি। ২য় পুত্র কানিয়া ছড়া গ্রামের শামসুল আলমের ছেলে জিহাদ।
অন্যজন মেয়ের ঘরের নাতি। কনিষ্ঠ মেয়ে লাকি ও তার জামাতা আব্দু শুক্কুরের ছেলে মাইজপাড়া গ্রামের রাকিবুল ইসলাম।
শুক্রবার সকালে পৃথক স্থানে দুইজনের জানাজা সম্পন্ন হয়েছে।
