“অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, অস্ত্রধারী সন্ত্রাসী যেই হোক—ছাড় দেওয়া হবে না”

চকরিয়া থানার ওপেন হাউজ ডে সভায়—এএসপি অভিজিৎ দাশের হুঁশিয়ারি

প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫ ০৯:০৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া থানায় সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে থানার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ কাজে সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। পুলিশকে বন্ধু হিসেবে দেখুন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে জানান, কোনো ভয় নেই।”

তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক পরিচয় গ্রহণযোগ্য নয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িত থাকলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। খুব শিগগিরই আরও কয়েকটি পুলিশ টিম বাড়িয়ে চিহ্নিত অস্ত্রধারী ও ডাকাতদের ধরতে অভিযান চালানো হবে।”

এএসপি অভিজিৎ দাশ বলেন, “মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে সমাজের সবাইকে সচেতন হয়ে এসব প্রতিরোধে এগিয়ে আসতে হবে।”

তিনি ওপেন হাউজ ডে সভার গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি একটি উন্মুক্ত মতবিনিময় সভা, যেখানে সাধারণ মানুষ পুলিশকে সরাসরি অভিযোগ জানাতে পারে, তাদের সমস্যা তুলে ধরতে পারে। সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এলাকার সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, নাগরিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক আবদুল কাদের (প্রাইম), বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর জাফর আলম কালু, লক্ষ্যারচর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।

এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- মনির আহমদ, এম. মনছুর আলম, এম. আলী হোসেন, এম. নুরুদ্দোজা জনি, এবং অন্যান্যদের মধ্যে ছিলেন পৌর কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, ব্যবসায়ী মো. এহেছান, সাংবাদিক আলাউদ্দিন আলো, রুহুল কাদের ও ফরিদা ইয়াছমিন প্রমুখ।