এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় ফুলঝাড়ুর ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় আবু সুফিয়ান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলহাজারা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। সর্বশেষ তিনি ফুলঝাড়ুর ভেতরে বিশেষভাবে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি দল ডুলহাজারার জুবায়ের এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে চারটি ফুলঝাড়ুর ভেতর লুকানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সুফিয়ানকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, আটক আবু সুফিয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে ডিএনসি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
