আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, লিফলেট এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে পারবেন। প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে তিন সপ্তাহ।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল মো. সানাউল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সানাউল্লাহ বলেন, “পোস্টার থাকবে না। তবে ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের অনুমতি থাকবে। টি-শার্ট ব্যবহারের বিধিনিষেধও শিথিল করা হয়েছে।”
তিনি আরও জানান, “আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হলেও কিছু বিষয় ‘আরপিও’ সংশোধনের সঙ্গে সম্পর্কিত। সীমানা নির্ধারণের কাজ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।”
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকেন, তবে মনোনয়ন চূড়ান্ত হলে তাঁকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।
এছাড়া, প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে অঙ্গীকারনামা দিতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার।