আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ায় দেশে দুর্নীতিবাজদের প্রভাব কমে গেছে, যার প্রভাব কোরবানির পশুর বাজারেও পড়েছে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, সেইসঙ্গে দুর্নীতিবাজরাও নেই। ফলে অনেকের হাতে গরু কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। পাশাপাশি গরুর সরবরাহও বেড়েছে, এ কারণে দাম কিছুটা কমেছে।”
হাট পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সামগ্রিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি হাটে আগত ক্রেতা, বিক্রেতা এবং সেবাদানকারী কর্মীদের সঙ্গেও কথা বলেন।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”