আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. হানিফ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক হানিফ স্থানীয় বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।
বুধবার ভোরে চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং টেকনাফ বিশেষ জোন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ডিএনসির একটি বহুমাত্রিক টিম দীর্ঘ ৮ ঘণ্টার অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানটি সমুদ্র উপকূল থেকে শুরু হয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল।
আটক মো. হানিফ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মৃত হাকিম আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি একটি সক্রিয় মাদক পাচার সিন্ডিকেটের সদস্য এবং ফিশিং ট্রলারের মাধ্যমে ইয়াবা পাচারের সঙ্গে সরাসরি জড়িত। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিষয়ে ডিএনসির পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।