সংবাদ বিজ্ঞপ্তি:
ফার্স্ট সি‌কিউরি‌টি ইসলামী ব‌্যাংকের কক্সবাজার জেলার ৯‌টি এবং লোহাগাড়াসহ ১০‌টি শাখার ১৪ টি উপশাখার সকল স্থ‌রের কর্মকর্তা, কর্মচারী‌দের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) চক‌রিয়া এটিএন পার্ক স‌ম্মেলন ক‌ক্ষে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন প্রধান কার্যাল‌য়ের মা‌র্কেটিং ডি‌ভিশ‌নের প্রধান আবু না‌ছের মুহাম্মদ নাজমুল বারী।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন চট্টগ্রাম উত্তর জোন প্রধান হা‌ফিজুর রহমান এবং দ‌ক্ষিন জোন প্রধান মোহাম্মদ কামাল উদ্দীন।

এছাড়া স‌ম্মেল‌নে প্রধান কার্যালয় থে‌কে অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন মানব সম্পদ‌ বিভা‌গের শাহ্ সরওয়ার মোস্তফা আবুল উলায়ী এবং বি‌নি‌য়োগ বিভা‌গের মো. আলমগীর হোসাইন।

প‌বিত্র কুরআন তিলাওয়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকল স্থ‌রের কর্মকর্তা ও কর্মচারী‌রা নি‌জে‌দের প‌রি‌চয় প্রধান ক‌রেন।

কক্সবাজার শাখার ব‌্যবস্থাপক শামশুল ইসলা‌মের সঞ্চালনায় উক্ত স‌ম্মেল‌নে উপ‌স্থিত সবাইকে ধন‌্যবাদ জা‌নি‌য়ে স্বাগত বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম দ‌ক্ষিন জোনের প্রধান মোহাম্মদ কামাল উদ্দীন।

তি‌নি সকল স্থ‌রের কর্মকর্তা কর্মচারী‌দের রু‌টি রোজগা‌রের এই প্রিয় প্রতিষ্ঠান‌কে আরো শ‌ক্তিশালী হিসা‌বে গ‌ড়ে তোলার জন‌্য প্রধান কার্যাল‌য়ের নি‌র্দেশনা যথাযথ প‌রিপালনের আহ্বান ক‌রেন। এতে প্রধান কার্যালয় থে‌কে আগত মেহমানবৃন্দ এবং বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যের চুম্বক অংশগু‌লো তু‌লে ধরা হ‌লো।

মানব সম্পদ‌ বিভা‌গের শাহ্ সরওয়ার মোস্তফা আবুল উলায়ী ব‌লেন, বর্তমান ব‌্যাং‌কিং খা‌ত নি‌য়ে নানা অপপ্রচা‌রে বু‌দ্ধি‌ভি‌ত্তিক ব‌্যাং‌কিং সেবা প্রদান করার জন‌্য পরামর্শ প্রদান ক‌রেন।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে চট্টগ্রাম উত্তর জোন প্রধান হা‌ফিজুর রহমান সকল স্থ‌রের জনশ‌ক্তি‌কে আত্মবিশ্বাস নি‌য়ে প্রফুল্ল চি‌ত্তে বর্তমান প‌রি‌স্থি‌তি মোকা‌বেলা করার আহ্বান জানান।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে আবু না‌ছের মুহাম্মদ নাজমুল বারী ইসলামী শরীয়াহ্ মোতা‌বেক ব‌্যাং‌কিং কার্যক্রম প‌রিচা‌লিত করার উপর গুরুত্বারোপ ক‌রেন।

তি‌নি আরো ব‌লেন, ফার্স্ট সি‌কিউরি‌টি ব‌্যাং‌কে এক‌টি কাঙ্খিত লক্ষ পা‌নে নি‌য়ে যাওয়ার জন‌্য সু‌নি‌দির্ষ্ট নি‌র্দেশনা প্রদান ক‌রে সকল স্থ‌রের জনশ‌ক্তি‌কে নতুন উদ‌্যমে কাজ করার আহ্বান জানান। প‌রি‌শে‌ষে স‌ম্মি‌লিত মোনাজা‌তের মাধ‌্যমে অনুষ্ঠানের সমা‌প্তি ঘোষনা করা হয়।