সিবিএন : কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল ও বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন।
এদিকে এ ঘটনায় আওয়ামীলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন , ১৬ জুলাই সন্ধ্যায় বন্ধ জেলা বিএনপি কার্যালয়ে ৬০/৭০ জনের একটি গ্রুপ জয় বাংলা শ্লোগান দিয়ে স্বশস্ত্র অবস্থায় অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর করে। কার্যালয়ের সম্মুখস্থ হোটেল নিরিবিলি ও পাশ্ববর্তী দোকান ভাংচুর করে। সন্ত্রাসীরা দোকানের মালপত্রও লুটপাট করে।
এ ঘটনায় দোষীদের বিচার ও শাস্তি দাবী করে বলেন , কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করলে তার দায় সরকারকে নিতে হবে।
