আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামে র সীতাকুণ্ডে তিনদিন আগে নিখোঁজ হওয়া ট্রাক ড্রাইভারের অর্ধগলিত লাশ পুকুর থেকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

শনিবার(১৮ নভেম্বর) দুপুরের দিকে ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার একটি পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী ইমাম নগর গ্রামের রুবেল সওদাগর বাড়ির মৃত মুক্তার হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ আক্তার হোসেন (৫৫) গত তিনদিন আগে নিখোঁজ হয়ে যায়।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার।
আজ শনিবার সকালে স্থানীয় একটি পুকুরে তার লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনাস্থলে এসে তার লাশটি উদ্ধার করেন।

তিনি বলেন, গত তিনদিন আগে স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন নিখোঁজ হয়ে যায়। আজ ১২টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।