সংবাদ বিজ্ঞপ্তি:
২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শহরের মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে সেন্টার ফর রিসার্চ এন্ড পলিসি স্টাডিজ-সিআরপিএস এর দ্বিবার্ষিক সাধারণ সভা সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মুফিজুর রহমান আল- আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রাক্তন ভাইস চ্যান্সেলর, সদ্য গঠিত বাংলাদেশ ব্যাংক শরী’আ‘হ এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড.আবুল বাশার, WAMY এর Ex- English Editor অধ্যাপক মুহাম্মদ ফসিহুল আলম শিবলী, আইআইইউসির প্রফেসর ড. একেএম শাহেদ, একই বিশ্ববিদ্যালয়ের এরাবিক ডিপার্টমেন্টের প্রফেসর ড. মঈন উদ্দীন আযহারী, সাফীর একাডেমীর চেয়ারম্যান হাবীবুল্লাহ বাহার। এতে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জসীম উদ্দীন কবির, এডভোকেট ওমর ফারুক, মানবিক কর্মী ব্রাদার বাহার, প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ ইবরাহীম ছিদ্দীকী প্রমুখ।

সভায় সেন্টারের বিগত ২ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সেন্টারের সেক্রেটারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রায়হান আজাদ। সেন্টারের জয়েন্ট সেক্রেটারি তৌফিক আল মুবারকের সঞ্চালনায় এতে সদ্য প্রকাশিত ঈজচঝ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আযহারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে এসে আল কুরআন হিফজ সম্পন্ন করায় এবং ড. মুহাম্মদ মঈন উদ্দীন আযহারী প্রফেসর পদে পদোন্নতি লাভ করায় সিআরপিএসের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় সিআরপিএসের এর সর্বস্তরের সদস্যগণ অংশ গ্রহণ করেন। গভর্নিং বডির সদস্যদের গোপন ভোটে আগামী ২০২৬-২৭ সেশনের জন্য প্রফেসর ড. আবু বকর রফীক চেয়ারম্যান ও রায়হান আজাদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সবশেষে ডিনারের মধ্যদিয়ে এজিএম সম্পন্ন হয়।