সিবিএন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,‘আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ৮ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘দেশের বর্তমান শাসকরা কেবল নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছেন এবং দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু দেশ এখনও ফ্যাসিবাদমুক্ত হয়নি। তাই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ গরীব ও মেহনতি মানুষের রক্তে গড়া। আমরা দেশের জনগণকে অধিকার ও ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। পুঁজিবাদী অর্থব্যবস্থার কবর রচনা করে আল্লাহর আইনের ব্যবস্থা প্রবর্তন করতে চাই।’
সমাবেশে অংশগ্রহণকারীরা পাঁচদফা দাবির পক্ষে স্লোগান দেন। ডা. শফিকুর রহমান ও মাওলানা মামুনুল হক একযোগে ঘোষণা করেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে জনতা ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এম আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলাউল্লাহ আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’র বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রভাব দেখাবে এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে জামায়াত ও ইসলামী দলগুলোর নেতারা নিশ্চিত করেন, দেশের জনগণের পাশে থেকে সকল সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
