এম মনছুর আলম,চকরিয়া :
স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষে কক্সবাজারের চকরিয়ায় আইআরসি সার্বিক সহায়তায় ইপসা কর্তৃক আযোজিত বিএইচএ প্রকল্পের ডিআরআর কম্পোনেন্টের ট্রেনিং অন লিডারশীপ ইন ইমার্জেন্সি নামক দিনব্যাপী ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে ইপসার আয়োজনে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে ও রামু-চকরিয়া ইপসার প্রজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় ট্রেনিং মূল প্রবন্ধ উপস্থাপন এবং পরিচালনা করেন আইআরসি সিনিয়র কো-অর্ডিনেটর
সূবর্না বর্মা।
এতে আয়োজিত ট্রেনিংয়ে চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ডিজেষ্টার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
ট্রেনিংয়ে অংশ গ্রহণকারীগণ বক্তারা বলেন, দুর্যোগপূর্ণ বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় আগাম সর্তকতা, আগাম ধারণা নির্ভর কার্যক্রম, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি মোকাবেলার ব্যবস্থা এবং পরিবেশগত সুরক্ষা বিবেচনায় কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে “বাংলাদেশ বিশ্বের অন্যতম সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ড, সাইক্লোন, বন্যা, জলোচ্ছাস ও ভূমিকম্পের মতো ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট সংকট দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে দক্ষতার সাথে সহায়তা কার্যক্রম পরিচালনার আবশ্যকতা রয়েছে বলে জানান। এছাড়াও ট্রেনিংয়ে অংশ গ্রহণকারীগণ জলবায়ু সম্পর্কিত বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তা প্রস্তুতি ও কার্যক্রম জোরদার করার বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করেন।